• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সেনবাগে ২১জন উদ্যোক্তাকে ১৬দিনব্যাপী প্রশিক্ষন দিল এনজিও কোডেক

  • ''
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২৪

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ১৬ দিনব্যাপী ২১জন পিছিয়ে পড়া তরুন-তরুনীকে দক্ষতা উন্নয়নে এবং কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষে ব্যাবসা,ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষন দিয়েছে এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) ছমির মুন্সিরহাট শাখা।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়ানে এবং পিকেএসএফ’র কারিগরি সহায়তায় ছমির মুন্সিরহাট ড্রীম কমিউনিটি সেন্টারে ১৬ দিন ব্যাপী ওই প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মূল প্রশিক্ষন প্রদান করেন, কেস মেজেনমেন্ট রেইজ প্রকল্প কর্মকর্তা মোঃ সোহেল রানা। এসময় অন্যান্যেন মধ্যে আরো প্রশিক্ষন প্রদান করেন কোডেক নোয়াখালী জোনাল ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম, এলাকা ব্যস্থাপক কাজী আল মামুন, কোডেক প্রানী সম্পদ কর্মকর্তা নাফিজ আল হোসাইন, কোডেক মৎস্য কর্মকর্তা আতিকুর রহমান। এতে সার্বিক সহযোগীতা করেন কোডেক ছমির মুন্সিরহাট শাখা ব্যবস্থাপক শামীম হোসেন ।১৬দিন ব্যাপী ওই প্রশিক্ষনে ব্যবসার উন্নয়ন ,ব্যবস্থাপনা, ঝুকি, দক্ষতা এবং ব্যবসায়ের কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads